july gk



১. বাংলাদেশের বৃহত্তম হাওর 
ক. হাইল
খ. হাকালুকি
গ. চলনবিল
ঘ. পাথর চাউলি
উত্তর: খ

২. ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয়-
ক. ধওয়েট মিনিস্টার অ্যাবে
খ. হোয়াইট হল
গ. মার্কেল চার্চ
ঘ. বুশ হাউজ
উত্তরঃ খ 
.
৩. ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় কোথায় অবস্থিত?
ক. রিয়াদ
খ. জেদ্দা
গ. দামেজ
ঘ.  মক্কা 
উত্তরঃ খ

৪. বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু হয় কোন সালে?
ক. ১৭০০ সালে
গ. ১৭৬৫ সালে
খ. ১৭৭২ সালে
ঘ. ১৭৯৩ সালে
উত্তর: ঘ

৫. যে তিনটি মূখ্য বর্ণের সমন্বয়ে নানা বর্ণ সৃষ্টি করা যায়, সেগুলো হলো-
ক. লাল, হলুদ, নীল
খ. লাল, কমলা, বেগুনি
গ. হলুদ, সবুজ, নীল
ঘ. লাল, নীল, সবুজ
উত্তর: ঘ


৬. যে বায়ু সর্বদাই উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্ন চাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়
তাকে বলা হয়-
ক. অয়ন বায়ু
খ. প্রত্যয়ন বায়ু
গ. মৌসুমী বায়ু
ঘ. নিয়ত বায়ু
উত্তর: ঘ

৭. প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কী?
ক. মালদ্বীপ
খ. সন্দ্বীপ
গ. বরিশাল
ঘ. হাতিয়া
উত্তর: গ

৮. কাজ করার সামর্থ্যকে বলে-
ক. ক্ষমতা
খ. কাজ
গ. শক্তি 
ঘ. বল
উত্তর: গ

৯. সমুদ্র প্রোভের অন্যতম কারণ হলো-
ক. বায়ু প্রবাহের প্রভাব
খ. সমুদ্রের পানিতে তাপের পরিচলন 
গ. সমুদ্রের পানিতে ঘনত্বের তারতম্য 
ঘ. সমুদ্রের ঘূর্ণিঝড়
উত্তর: ক

১০. সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে-
ক. ১০ কি.মি.
খ. ১০ নিউটন
গ. ২৭ কি.মি.
ঘ.৫ কি.মি.
উত্তর: খ 


১১. 'ট্রোফালগার স্কয়ার' কোন শহরে অবস্থিত? 
ক. প্যারিস
খ. মস্কো
গ. লন্ডন
ঘ. ওয়াশিংটন
উত্তর: গ

১২. বাতিল দুর্গের পতন ঘটেছিল কত সালে? 
ক. ১৭৮৯ সালে 
গ. ১৭৭৭ সালে
খ. ১৭৮৮ সালে
ঘ. ১৭৭৬ সালে
উত্তর: ক

১৩. যে সর্বোচ্চ শ্রুতিসীমার উপরে মানুষ বধির হতে পারে তা হলো-
ক. ৭৫ ডিবি
খ. ৯০ ডিবি
গ. ১০৫ ডিবি
ঘ. ১২০ ডিবি
উত্তর: গ 

১৪. পারস্য উপসাগরীয় অঞ্চলের আঞ্চলিক জোটের নাম কী?
ক. আরব লীগ
খ. জিসিসি
গ. ও.এ.এস
ঘ. ও.এ. ইউ
উত্তর: খ

১৫. বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ১৯৭৭ রহিত করে কবে বিদ্যুতায়ন বোর্ড
আইন জারি করা হয়েছিল?
ক. ২০১৭ সালে
খ. ২০১০ সালে
গ. ২০১৩ সালে
ঘ. ২০২১ সালে
উত্তর: গ

১৬. সুবর্ণগ্রাম কার পূর্ব নাম?
ক. সাভার 
খ. সোনারগাঁও 
গ. নরসিংদী 
ঘ. ময়নামতি
উত্তর: খ 

১৭. বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের Frequency কত?
ক. ৫০ হার্জ
খ. ৬০ হার্জ
গ. ৩৩ হাজ
ঘ. ৬৬ হাজ
উত্তর: ক

১৮. দেশের উত্তরাঞ্চলে বিদ্যুৎ বিতরণের দায়িত্বে নিয়োজিত সংস্থা-
ক. নেসকো ও ওজোপাডিকো
খ. নেসকো ও বিপিডিবি
গ. নেসকো ও বিআরইবি
ঘ. বিআরইবি ও বিপিডিবি
 উত্তর: গ

১৯.গ্রিনিচ মান মন্দির কোথায় অবস্থিত?
ক. চীন
খ. জাপান
গ. রাশিয়া
ঘ. যুক্তরাজ্য
উত্তর: ঘ 

২০. মানুষের শরীরে কত ধরণের রক্ত কণিকা আছে?
ক. ৩
খ. ৪
গ. ৫
ঘ. ৬
উত্তর: ক


২১. কোন মশার কামড়ে ডেঙ্গুজ্বর হয়?
ক. কিউলেক্স
খ. এনোফিলিস
গ. এডিস
ঘ. সান্ড ফ্লাই
উত্তन: গ

২২. মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত ডিগ্রি ফারেনহাইট?
ক. ১৭.২
খ. ১৪.৮
গ. ৯৬.৪
ঘ. ৯৮.৪ 
উত্তन: ঘ 

২৩. টেস্টে পাঁচ হাজার রান করা প্রথম বাংলাদেশি ক্রিকেটার কে?
ক. মুশফিকুর রহিম
খ. তামিম ইকবাল
গ. সাকিব আল হাসান
ঘ. মুমিনুল হক
উত্তর: ক


২৪. নিচের কোনটি নিষিদ্ধ নগরী হিসেবে পরিচিত?
ক. কাঠমুন্ডু
খ. মস্কো
গ. পুনাস্থা
ঘ. লাসা
উত্তর: ঘ

২৫. পৃথিবীর সবচেয়ে বড় মেট্রোপলিটন শহর কোনটি?
ক. টোকিও
খ. বেইজিং
গ. লন্ডন
ঘ. নিউইয়র্ক
উত্তর: ক

২৬. Power System Master Plan অনুযায়ী ২০৪১ সালে বিদ্যুৎ
উৎপাদনের লক্ষ্যমাত্রা কত?
ক. ৪০ হাজার মেগাওয়াট
খ. ৩৫ হাজার মেগাওয়াট
গ. ৬০ হাজার মেগাওয়াট
ঘ. ৮০ হাজার মেগাওয়াট 
উত্তর: গ

২৭. ১৮ মে, ২০২২ কোন দুটি দেশ ন্যাটোতে যোগ দিতে আনুষ্ঠানিকভাবে
আবদেন করে?
ক. সুইজারল্যান্ড ও কানাডা
খ. ফিনল্যান্ড ও সুইডেন
গ. বেলারুশ ও ইউক্রেন
ঘ. জর্জিয়া ও সার্বিয়া
উত্তর: খ 

২৮. ফেসবুক এর প্রতিষ্ঠাতার নাম কী?
ক. জ্যাক ডর্সি
খ. মার্ক জুকারবার্গ
গ. ইলন মাস্ক
ঘ. স্টিভ জবস
উত্তর: খ 

২৯. Drone কী?
ক. যাত্রীবাহী দ্রুতগামী  বিমান 
খ. যাত্রীবিহীন বিমান
গ. চালকসহ বিমান
ঘ. চালকবিহীন বিমান
উত্তর: খ

৩০. নিশীথ সূর্যের দেশ বলা হয় কোন দেশকে?
ক. নরওয়ে
খ. জাপান
গ. ফিনল্যান্ড
ঘ. সুইডেন
উত্তর: ক

৩১. পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?

ক. ৭.১৫ কি.মি খ. ৬.১৫ কি.মি গ. ৮.১৫ কি.মি ঘ. ৫.১৫ কি.মি

উত্তরঃ খ. ৬.১৫ কি.মি 


৩২. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন কোনটি?

ক. ১৭ জানুয়ারী খ. ১৭ ফেব্রুয়ারি গ. ১৭ মার্চ ঘ. ১৭ এপ্রিল

উত্তরঃ গ. ১৭ মার্চ 


৩৩. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেক্টর সংখ্যা কত?

ক. ১০ টি খ. ১১ টি গ. ১২ টি ঘ. ১৫ টি

উত্তরঃ খ. ১১ টি


৩৪. বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?

ক. ২ : ১ খ. ৩ : ২ গ. ১০ : ৬ ঘ. ৯ : ৩

উত্তরঃ গ. ১০ : ৬


৩৫. ডেঙ্গু রোগের জীবানু বহনকারী মশার প্রজাতি কোনটি?

ক. এ্যানোফিলিস খ. কিউলেক্স গ. এডিস ঘ. কোনটি নয়

উত্তরঃ গ. এডিস


৩৭. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি?

ক. মোহাম্মদ উল্লাহ খ. বিচারপতি আবু সাঈদ চৌধুরী গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘ. বিচারপতি এস কে সিনহা

উত্তরঃ গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান


৩৮. জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন কতটি?

ক. ৩০ খ. ৪৫ গ. ৬০ ঘ. ৫০

উত্তরঃ ঘ. ৫০


৩৯. বাংলাদেশে পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় নির্মিত হচ্ছে?

ক. পায়রা খ. রামপাল গ. মাতারবাড়ী ঘ. রুপপুর

উত্তরঃ ঘ. রুপপুর


৪০. কোনটি মৌলিক রং নয়?

ক. বেগুনী খ. নীল গ. কমলা ঘ. সাদা

উত্তরঃ গ. কমলা


৪১. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোনটি?

ক. ২৬ মার্চ খ. ১৬ ডিসেম্বর গ. ২১ ফেব্রুয়ারী ঘ. ১৭ এপ্রিল

উত্তরঃ গ. ২১ ফেব্রুয়ারী 


৪২. জাতীয় স্মৃতি সৌধের স্থপতি কে?

ক. মাইনুল হোসেন খ. শামীম শিকদার গ. মৃণাল হক ঘ. হামিদুর রহমান

উত্তরঃ ক. মাইনুল হোসেন


৪৩. ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ একজন –

ক. বীর প্রতিক খ. বীর বিক্রম গ. বীর উত্তম ঘ. বীরশ্রেষ্ঠ

উত্তরঃ ঘ. বীরশ্রেষ্ঠ


৪৩. নিচের কোন্ পদার্থটি সবচেয়ে ভারী?

ক. তেল খ. পানি গ. পারদ ঘ. মধু

উত্তরঃ গ. পারদ


৪৪. নিচের কোনটি পিজিসিবি’র কাজ?

ক. বিদ্যুৎ উৎপাদন খ. বিদ্যুৎ সঞ্চালন গ. বিদ্যুৎ বিতরণ ঘ. সবকটি

উত্তরঃ খ. বিদ্যুৎ সঞ্চালন 


৪৫. কোভিড-১৯ ভাইরাসের নাম কি?

ক. চিকোনগুনিয়া খ. SARS-COV-2 গ. Corona Virus ঘ. Covid-19

উত্তরঃ খ. SARS-COV-2


৪৬. কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?

ক. এ খ. বি গ. সি ঘ. ডি

উত্তরঃ ক. এ


৪৭. বাংলাদেশের সরকার প্রধানের পদবী কি?

ক. রাষ্ট্রপতি খ. প্রধানমন্ত্রী গ. স্পিকার ঘ. কোনটি নয়

উত্তরঃ খ. প্রধানমন্ত্রী 


৪৮. পরিবেশের জন্য ক্ষতিকর গ্যাস কোনটি?

ক. অক্সিজেন খ. হাইড্রোজেন গ. কার্বন ডাই অক্সাইড ঘ. নাইট্রোজেন

উত্তরঃ গ. কার্বন ডাই অক্সাইড


৪৯. ২০২২ ফিফা বিশ্বকাপ জয়ী দলের কোন খেলোয়াড় বাংলাদেশ সফর করেন?

ক. মেসি খ. এমবাপ্পে গ. নেইমার ঘ. মার্টিনেজ

উত্তরঃ ঘ. মার্টিনেজ


৫০. বৈদ্যুতিক শক্তি পরিমাপের একক কোনটি?

ক. কিলোওয়াট আওয়ার খ. ক্যালোরি গ. কেলভিন ঘ. কিলোভোল্ট

উত্তরঃ ক. কিলোওয়াট আওয়ার


Comments

Popular posts from this blog

বস্ত্র ও পাট মন্ত্রণালয় নিয়োগ পরীক্ষা-২০২৩পদের নাম: অফিস সহায়কপ্রশ্ন সমাধান Exam Date: 25-08-2023