july gk
১. বাংলাদেশের বৃহত্তম হাওর ক. হাইল খ. হাকালুকি গ. চলনবিল ঘ. পাথর চাউলি উত্তর: খ ২. ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয়- ক. ধওয়েট মিনিস্টার অ্যাবে খ. হোয়াইট হল গ. মার্কেল চার্চ ঘ. বুশ হাউজ উত্তরঃ খ . ৩. ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় কোথায় অবস্থিত? ক. রিয়াদ খ. জেদ্দা গ. দামেজ ঘ. মক্কা উত্তরঃ খ ৪. বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু হয় কোন সালে? ক. ১৭০০ সালে গ. ১৭৬৫ সালে খ. ১৭৭২ সালে ঘ. ১৭৯৩ সালে উত্তর: ঘ ৫. যে তিনটি মূখ্য বর্ণের সমন্বয়ে নানা বর্ণ সৃষ্টি করা যায়, সেগুলো হলো- ক. লাল, হলুদ, নীল খ. লাল, কমলা, বেগুনি গ. হলুদ, সবুজ, নীল ঘ. লাল, নীল, সবুজ উত্তর: ঘ ৬. যে বায়ু সর্বদাই উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্ন চাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয়- ক. অয়ন বায়ু খ. প্রত্যয়ন বায়ু গ. মৌসুমী বায়ু ঘ. নিয়ত বায়ু উত্তর: ঘ ৭. প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কী? ক. মালদ্বীপ খ. সন্দ্বীপ গ. বরিশাল ঘ. হাতিয়া উত্তর: গ ৮. কাজ করার সামর্থ্যকে বলে- ক. ক্ষমতা খ. কাজ গ. শক্তি ঘ. বল উত্তর: গ ৯. সমুদ্র প্রোভের অন্যতম কারণ হলো- ক. বায়ু প্রবাহের প্রভাব ...