Posts

Showing posts from August, 2023

বস্ত্র ও পাট মন্ত্রণালয় নিয়োগ পরীক্ষা-২০২৩পদের নাম: অফিস সহায়কপ্রশ্ন সমাধান Exam Date: 25-08-2023

Image
সময়: ১ ঘন্টা পূর্ণমান: ৪০ বাংলা ১০ ইংরেজি ১০ গণিত ১০ সাধারণ জ্ঞান ১০ ০১. মানুষ মুহাম্মদ (সঃ) কার লেখা?  উত্তর: মোহাম্মদ ওয়াজেদ আলী ০২. কনকচাঁপা কোন সমাসের উদাহরণ? উত্তর: কনক যে চাঁপা = কর্মধারায় সমাস ০৩. সন্ধি বিচ্ছেদ করুন- মুক্ত উত্তর: মুচ্+ক্ত ০৪. নিম্নোক্ত শব্দজোড়ের অর্থ লিখুন- কটি, কোটি উত্তর: কটি অর্থ মাজা বা কোমড় কোটি অর্থ ১০০ লক্ষ ০৫. কোনটি তৎসম শব্দ- (ক) গ্রহ (খ) কুড়ি (গ) কলম (ঘ) পাখি  উত্তর: (ক) গ্রহ ০৬. কোনটি অব্যয় পদ- (ক) রহিম (খ) অথচ (গ) সুন্দর উত্তর: অথচ ০৭. বিপরীত শব্দ লিখুন- হরণ উত্তর: পূরণ ০৮. নিম্নোক্ত বিষয়ে ১০টি বাক্যে ১টি অনুচ্ছেদ লিখুন: “মোবাইল ফোন উত্তর: বর্তমানে যোগাযোগের ক্ষেত্রে অনেক অগ্রগতি সাধিত হয়েছে। তার মধ্যে অন্যতম হলো মোবাইল ফোন (Mobile) একটি ইংরেজি শব্দ। এ শব্দটির অর্থ স্থানান্তরযোগ্য। এই ফোন সহজে যেকোনো স্খানে বহন করা এবং ব্যবহার করা যায় বলে মোবাইল ফোন নামকরণ করা হয়েছে। এটি ষড়ভুজ আকৃতির ক্ষেত্র বা এক একটি সেল নিয়ে কাজ করে বলে একে সেলফোনও বলা হয়। ড. মার্টিন কুপারকে মোবাইল ফোনের উদ্ভাবকের মর্যাদা দেওয়া হয়ে থাকে। বিশ শতকের শেষ দশকে...
Canada, Mexico, and the United States Bangladesh Bureau of Statistics (বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো)
Image
 

কর্মসংস্থান ব্যাংক পদ: ডাটা এন্ট্রি অপারেটর; তারিখ: ১৮.০৮.২০২৩

Image
Image
 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পদের নাম: অফিস সহায়ক; পরীক্ষার তারিখ: ১১.০৮.২০২৩

Image